জীবনী - মিজান খন্দকার

জীবনী - মিজান খন্দকার

 

কবি মিজান খন্দকার জন্মগ্রহণ করেন ১৯৬০ খ্রিস্টাব্দের ২৫শে অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ জেলায়। পিতার ছিল সরকারি চাকুরি, বদলীসূত্রে ঘুরে বেড়িয়েছেন দেশের বরেন্দ্রভূমি ও পাহাড়ী অঞ্চল। কৈশোর, যৌবনের অনেকটা সময় কাটিয়েছেন পাহাড়ী অঞ্চলসমূহে। পাহাড়ের সরল আদিবাসী জীবন ও অপার প্রকৃতি তার মননগঠনে রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। একপর্যায়ে নদীবেষ্টিত পলিপ্লাবিত কুড়িগ্রামে থিতু হন ১৯৭৫ সালে। বাংলাদেশের সজীব নিসর্গ তাঁকে কৈশোর থেকেই আনমনা করে তুলত। কুড়িগ্রামের নদীপ্রকৃতি তাঁকে মানবজীবন ও কবিতার শৈল্পিক মিথস্ক্রিয়ার সন্ধান দিয়েছে।


কবি হিসেবে আত্মপ্রকাশ করেন নব্বইয়ের দশকে। তাঁর প্রথম কবিতার বই 'যথা কবি নিরঞ্জন' প্রকাশ হয় ২০০৪ সালে বুকক্লাব থেকে। ২০০৯ সালে ভাষাচিত্র থেকে প্রকাশ হয় গল্পের বই 'পুনশ্চ যুদ্ধার্থীগণ'। তাঁর শেষ কবিতার বই 'জন্মান্তরিত হবো কোনো নভোগৃহে' ২০১১ সালে প্রকাশ হয় জয়তী প্রকাশনী থেকে।


শূন্য দশকে তিনি 'শিলালিপি' ও 'জলগৃহ' নামে দুটি লিটল ম্যাগাজিন সম্পাদনা করেন। প্রিন্ট করার পাশাপাশি 'জলগৃহ'কে অনলাইনে নিয়ে এসেছিলেন (jalgriha.blogspot.com)। মারণব্যাধি করোনায় আক্রান্ত হয়ে ২০২১ সালের ২৫শে এপ্রিল তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মন্তব্য করার আগে আর একবার চিন্তা করুন, যা বলতে চান তা যথার্থ কি?