সম্পাদকীয় - তপন কুমার রুদ্র সংখ্যা

তপন কুমার রুদ্র সংখ্যার সম্পাদকীয়

 

'তীব্র কুড়িগ্রাম' সাময়িকপত্রের ১ম সংখ্যায় আমাদের আলোচ্য ব্যক্তিত্ব প্রখ্যাত শিক্ষক, প্রাবন্ধিক, সাহিত্যিক 'তপন কুমার রুদ্র'। তাঁর রচনার আলোচনা, সমালোচনা এবং তাঁর প্রতি নিবেদিত কবিতা ও স্মৃতিকথা দিয়ে এ সংখ্যা সাজানো হয়েছে। লেখকগণের নিকট থেকে অভূতপূর্ব এবং আশাতীত সাড়া পেয়েছি। পূর্বঘোষণামতো সাহিত্যসংশ্লিষ্ট না হওয়ায় বেশিরভাগ স্মৃতিকথা এড়িয়ে যেতে বাধ্য হয়েছি৷ সীমিত পরিসরের কারণে একাধিক কবিতাকে অনিচ্ছাসত্ত্বেও প্রকাশ করতে না পারার দুঃখ রয়ে গেল৷ আমরা এঁদের সকলের প্রতি বিনম্র কৃতজ্ঞতা প্রকাশ করি।


লেখকগণকে ধন্যবাদ। তাদের জন্যই 'তীব্র কুড়িগ্রাম' একটি মননশীল আলোচনাগ্রন্থ হতে পেরেছে। তাদের প্রতিভা-সৌন্দর্যে পত্রিকাটি নিজ উদ্দেশ্য ও লক্ষ্যের নৈকট্য পাবার সমর্থ হয়েছে। পত্রিকাটির সৌষ্ঠব সংগঠনে একাধিক বিদগ্ধ ব্যক্তিবর্গ সক্রিয় সহযোগিতা করেছেন। তাঁদের সকলের ঋণ অপরিশোধ্য।


কুড়িগ্রামের মননশীল সাহিত্য অন্বেষণ প্রচেষ্টায় পাঠকের সান্নিধ্য প্রত্যাশা করি। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কুড়িগ্রামের পরিচিতি বর্ণিল করতে নিশ্চয় তারা দ্বিধান্বিত হবেন না। 

 

উল্লেখ্য যে রচনাগুলোর বানান ও শব্দবিধি লেখকের নিজস্ব। 

 

সম্পাদক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মন্তব্য করার আগে আর একবার চিন্তা করুন, যা বলতে চান তা যথার্থ কি?