আরো দূরের হেমন্তে | রাশেদুন্নবী সবুজ

আরো দূরের হেমন্তে | রাশেদুন্নবী সবুজ

জেনেছি
আলো হবার পর
তিনি আর ছড়াননি

কালীবাড়ি থেকে কলেজ মোড়
ধরলার সুখ-দুঃখ থেকে
ঈষৎ প্রাচীন ডাকঘর
কিংবা
সুতীব্র আড্ডার পথে পথে
জনপদে
আসেননি

কালির মর্মর
জাগেনি কাগজের বুকে
ধোঁয়া ওঠা চায়ের মতোন
অ-ফুরন্ত শব্দস্রোত
ঘূর্ণীপাকে

দূরে বসে ওই বট-পাকুরের ছায়ায়
নম্র প্রজাপতি খুঁজে চলে
অস্থির হাটুরের
কথামালা

সযত্নে তুলে রাখে
হেমন্তে হলুদ ফুলেল কবিতা
আরতি সমেত নত হাতে
আপনার স্মরণে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মন্তব্য করার আগে আর একবার চিন্তা করুন, যা বলতে চান তা যথার্থ কি?