‘অতলে জীবন’ সম্পর্কেঃ অধ্যাপক তপন কুমার রুদ্র

‘অতলে জীবন’ সম্পর্কেঃ অধ্যাপক তপন কুমার রুদ্র


অধ্যাপক তপন কুমার রুদ্র (১জুলাই ১৯৫০- ০২ জানুয়ারি ২০১৬)


জুলকারনাইন স্বপনের গল্প ‘অতলে জীবন’ ঘটনা বিন্যাসের দিক থেকে পরিপাটি। তবে ঘটনাবলির মূলসূত্রটি গতানুগতিক, কারণ অভুক্ত দরিদ্র পরিবারের হৃদয় কাঁদানো দৃশ্য বাংলা গল্পের আঙিনায় বারবার আঁকা হয়ে গেছে। তার পরও বলবো, গল্পটি লেখকের পর্যবেক্ষণ শক্তি ও আন্তরিকতায় ভরপুর। লেখক বেশ কিছু বিশ্বস্ত চিত্র নির্মাণ করতে পেরেছেন; যেমন- “সবাই অবাক দৃষ্টিতে তার দিকে তাকায় যেন চিড়িয়াখানার কোন জন্তু।”


(কুড়িগ্রামের স্থানীয় দৈনিক পত্রিকা ‘কুড়িগ্রাম খবর’ এর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর ক্রোড়পত্রে ‘অতলে জীবন’ গল্পটি পড়ে অধ্যাপক তপন কুমার রুদ্র উপরের প্রতিক্রিয়া লিখেন। -সম্পাদক)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মন্তব্য করার আগে আর একবার চিন্তা করুন, যা বলতে চান তা যথার্থ কি?