সংক্ষিপ্ত পরিচিতি - হেলাল জাহাঙ্গীর

সংক্ষিপ্ত পরিচিতি - হেলাল জাহাঙ্গীর

কবি ও নাট্যকার হেলাল জাহাঙ্গীর ১৯৬২ সালের ১৫ই অক্টোবর কুড়িগ্রাম জেলার পলাশবাড়ী গ্রামের কবিরাজ পাড়ায় জন্মগ্রহণ করেন। পিতা: মরহুম ফজলার রহমান, মাতা: মোছা. জাহানারা বেগম। দশ ভাই-বোনের মধ্যে তিনি জ্যেষ্ঠ। শিক্ষা শুরু হয় কুড়িগ্রাম পুরাতন গার্লস স্কুল থেকে। পরে কুড়িগ্রাম খলিলগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন ১৯৮১ সালে। কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে ১৯৮৬ সালে স্নাতক অর্জন করেন।


কবিতা লেখা শুরু করেন ১৯৮১ সালে। বিভিন্ন সময়ে তিনি সমকালীন বিষয়নির্ভর একক কবিতা ফোল্ডার প্রকাশ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য: ‘দাহ’, ‘ইদের ছড়া’, ‘পর্দা কাঁপানো পৃথিবীর ছায়াছবি’, ও ‘জনতার আদালত’। শিশুদের জন্যও লিখেছেন একগুচ্ছ গল্প। বিজ্ঞাপন-চলচ্চিত্র সম্পর্কিত প্রশিক্ষণ গ্রহণ করেছেন। ফখরুল হাসান বৈরাগীর সহকারী হিসেবে ‘শুধু তোমারই’ চলচ্চিত্রে কাজ করেছেন।


২০০২ সালে কুড়িগ্রাম সমিতি কর্তৃক প্রকাশিত হয় তাঁর প্রথম কবিতাবই ‘জ্বলে-প্রেম! জ্বলে-আজন্ম বিপ্লব!!’, ২০০৫ সালে জুলকারনাইন স্বপন কর্তৃক প্রকাশিত হয় দ্বিতীয় কবিতাবই ‘আলোর উপরে আলো’, ২০১২ সালে ঝিঙেফুল প্রকাশনী কর্তৃক প্রকাশিত হয় তৃতীয় কবিতাবই ‘অন্তর অতলে জ্বলে জীবন্ত স্বরূপ’, ২০২০ সালে আমানুর রহমান খোকন কর্তৃক প্রকাশিত হয় চতুর্থ কবিতাবই ‘প্রেম বৃক্ষের ফল’।


১৯৯৯ থেকে তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত। তাঁর নির্দেশিত নাটকসমূহ: ‘চারিদিকে যুদ্ধ’, ‘মহানন্দা’, ‘নিরুদ্দেশের যাত্রী’, ‘এলেকশন ক্যারিকেচার’, ‘কাকলাস’, ‘ফেরারী নিশান’, ‘বাসন’, ‘উত্তরে অগ্নিকাল’, ‘ভয় নেই বন্যায়’। তাঁর রচিত নাটক: ‘বিপ্লব বক্ষে স্বদেশ’, ‘রক্তে জ্বলে স্বাধীনতা’, ‘আলোর অঙ্গীকার’।


শিল্প-সাংস্কৃতিক কার্যক্রমে প্রাতিষ্ঠানিক সংশ্লিষ্টতা: সাধারণ সম্পাদক, উত্তরা সংসদ, কুড়িগ্রাম (১৯৮২-১৯৮৬), সাম্প্রতিক শিল্পীগোষ্ঠী, কুড়িগ্রাম (১৯৮৬-১৯৮৮), প্রচ্ছদ, কুড়িগ্রাম (১৯৮৮-১৯৯০) ও জাতীয় কবিতা পরিষদ, কুড়িগ্রাম (১৯৯৯-২০০২), প্রধান সমন্বয়ক, সম্মিলিত সাংস্কৃতিক জোট, কুড়িগ্রাম (১৯৮৭-১৯৯১), কার্যনির্বাহী সদস্য, জেলা শিল্পকলা একাডেমি, কুড়িগ্রাম (১৯৯১-১৯৯৪)।


সম্মাননা প্রাপ্তি: কাব্য চর্চার জন্য ২০০২ সালে কুড়িগ্রাম পাবলিক লাইব্রেরী কর্তৃক সম্মাননা, নাট্য চর্চার জন্য ২০১১ সালে প্রচ্ছদ কর্তৃক সম্মাননা, ২০১৪ সালে কুড়িগ্রাম জার্নালিস্ট ক্লাব গুণীজন সম্মাননা, নাট্য চর্চার জন্য ২০১৮ সালে কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমি কর্তৃক সম্মাননা প্রাপ্ত হন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মন্তব্য করার আগে আর একবার চিন্তা করুন, যা বলতে চান তা যথার্থ কি?