কবি শুভ্র সরখেল জন্মগ্রহণ করেন ১৯৮৯ খ্রিস্টাব্দের ২রা ফেব্রুয়ারি কুড়িগ্রাম সদর হাসপাতালে। সিরিয়াস লেখালিখি শুরু করেন শূন্য দশকের মধ্যবর্তী সময়ে। ২০০৫-এ তাঁর প্রথম কবিতা প্রকাশ করে কুড়িগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের মুখপত্র ‘মঞ্চ’। এরপর ২০০৭ থেকে লিটলম্যাগ বিন্দুতে নিয়মিত লিখছেন। লিখেছেন শৈবাল, শ্বেতপত্র সহ আরো কয়েকটি লিটলম্যাগে। সাহিত্যে অন্তর্মুখী এই কবির একমাত্র কবিতার বই ‘ক্রমাগত অন্ধকারে ডেস্কটপের ছায়া’, প্রকাশিত হয়েছে ২০১২-এ। নতুন কবিতার বইয়ের পাণ্ডুলিপি প্রস্তুত করছেন। বর্তমানে তিনি টিভি নাটক ও চলচ্চিত্রের জন্য চিত্রনাট্য লিখছেন। তাঁর রচিত প্রথম নাটক ‘মোহমায়া’ ২০১৯ এ আরটিভিতে প্রদর্শিত হয়েছে। বর্তমানে পেশাগত কারণে ঢাকায় থাকেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
মন্তব্য করার আগে আর একবার চিন্তা করুন, যা বলতে চান তা যথার্থ কি?