কবিতা যার জীবনের দর্পণ - মরিয়ম মেরিনা

তীব্র কুড়িগ্রাম - কবিতা যার জীবনের দর্পণ - মরিয়ম মেরিনা


মাহফুজুর রহমান লিংকন মনে করেন কবিতা যতটা কবির দর্শন, তার চেয়ে বেশি জীবনের দর্পণ। তিনি কবিতায় ডুবে গিয়ে কেবলই ভাব দর্শনে ভিজে যান না বরং কবিতা দর্পণে নিজেকে দেখার যে আনন্দ সেটা পেতে মরিয়া হয়ে ওঠেন, এতেই তার স্বস্তি [কবির কথা]। হয়ত এই জন্যেই তিনি বলেন, আমি কবিতা যাপন করি। তাঁর লেখা 'হাসপাতাল সিরিজ' কবিতায় প্রমাণ মেলে তিনি কেন কবিতাকে জীবনের দর্পণ বলেন। তিনি ২০ নং কবিতায় জীবন ও মরণের পার্থক্য মদে ঠোঁট রেখে বলেছেন,


"কবির প্রথম ও শেষ নোট- '
আমাকে কবিতার জীবন দাও!"


কবি দেখেছেন, 


জীবনে ইচ্ছে পূরণের ঝুঁকি না থাকলেও আছে জীবন বিক্রির ঝুঁকি। (১৭) 


কবি বালিকার চেয়ে থাকার মৃত্যুর কথা ১নং কবিতায় লিখেছেন। আবার এ-ও লিখেছেন 


"কিন্তু বালিকার বিস্ময় লাগে মৃত্যুতে নয় প্রত্যাখানে।"


ভালোবাসার কথা লিখেছেন কবি এভাবে, 


ভালোবাসায় বিষণ্ণতা থাকে তবু ভালোবাসায় আমরা আনন্দ পাই। ভালোবাসায় কষ্ট কিন্তু এই কষ্টের মধ্যে যে আনন্দ সেখানেই ভালোবাসার সুখ। (২)


একই সাথে কবি সাম্য রাইয়ানকে স্মরণ করেছেন। তাঁর কবিতার হামিংবার্ড বসন্তের আকাশে খেয়াল খুশিমত চলবে; এমন আশাবাদ ব্যক্ত করেছেন ১৮ নং কবিতায়। 'হাসপাতাল সিরিজ' কবিতাগুচ্ছে ২১টি কবিতা বিদ্যমান। এর প্রতিটি কবিতা পাঠক হৃদয়কে সিক্ত করে।


'সময়ের ধারাপাতে' শীর্ষক একটি কবিতায় নভেম্বরকে মৃত ঘোষণা করেছেন কবি। শোকের সময়ে আহ্লাদিত মোরগ যেমন ময়ূর হতে চায় তেমনি পাখিদেরও মানুষ হাওয়ার ইচ্ছে জাগে। কবির ভাষায়, 


"মিহি রোদের পার্থিব আলোয় পাখিদের মানুষ হতে ইচ্ছে করে।"


'সম্পর্কশাস্ত্র' শীর্ষক কবিতায় কবির প্রেমিকার নাম রেবেকা। তিনি তাকে রেবেকাদি বলে ডাকতেন। কারণ কবি মনে করেন সম্পর্কের সম্বোধন নিম্নগামী। প্রেমিকার সৌন্দর্যে কবির গা ছম ছম করে। কিন্তু অসুস্থ প্রেমিকার কপাল ছুঁয়ে দেখার অধিকার কবির থাকে না- 


সূর্য ডোবার দূরত্ব কতটা বাকি!


 এই লাইনটি কবিতাটিকে কেবল পূর্ণতা দানই করেনি, বরং কবিতাটি পাঠককের মনে দাগ কেটে বসেছে।


কবি মাহফুজুর রহমানের জন্ম কুড়িগ্রামে। তিনি কবিতার ভাষা ব্যবহারে মুগ্ধতা রেখেছেন। এলোপাথাড়ি শব্দগুলো দারুণভাবে সামঞ্জস্য রেখে পাঠককে উপহার দিয়েছেন তাঁর 'অমীমাংসিত ফুলের দেবতা' গ্রন্থের কবিতাগুলো। কতগুলো কবিতা পাঠক মনে দাগ কেটে যায় আর কতগুলো কবিতা মুগ্ধতা রেখে যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মন্তব্য করার আগে আর একবার চিন্তা করুন, যা বলতে চান তা যথার্থ কি?